সোমবার ১০ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | শান্তিনিকেতনে বসন্ত উৎসব কোথায় হবে? ধোঁয়াশা কাটাতে পুলিশের বৈঠক

Pallabi Ghosh | ১০ মার্চ ২০২৫ ১২ : ৩৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বিশ্বভারতীর তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, তারা ১১ মার্চ নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করবে। যেখানে শুধুমাত্র ছাত্র-শিক্ষক এবং কর্মীরা অংশ নেবেন। অন্যদিকে, বনদপ্তর জঙ্গল এলাকায় আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো এবং ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব কোথায় এবং কীভাবে উদযাপিত হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে শান্তিনিকেতন থানায় বসন্ত উৎসব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়, বোলপুর পুরসভার কাউন্সিলররা, রূপপুর পঞ্চায়েত ও কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং অন্যান্য স্থানীয় প্রশাসনিক ব্যক্তিত্বরা।

গত কয়েক বছর ধরে বিশ্বভারতীর নিয়ন্ত্রিত বসন্ত উৎসবের বাইরে শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় স্থানীয় উদ্যোগে বসন্ত উৎসব পালিত হচ্ছে, যেমন রতনপল্লী, জামবুনি, শ্রীনিকেতন, কঙ্কালীতলা সতীপীঠ সহ অন্যান্য এলাকায়। এবারও এসব জায়গায় উৎসব আয়োজিত হবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বসন্ত উৎসবের আয়োজনকারীদের সমস্ত নিয়মবিধি মেনে চলতে হবে। বিশেষ করে সোনাঝুরি হাট এলাকায় আবির খেলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, এবং পুলিশ মাইকিং করে এই নির্দেশ প্রচার করবে। পাশাপাশি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফলে, বসন্ত উৎসব নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার পুরো সমাধান এখনও মেলেনি। তবে পুলিশ প্রশাসন উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।


ShantiniketanBasant Utsav

নানান খবর

নানান খবর

সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন

রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

আপনার নামে সিমকার্ড তুলে কি অন্য কেউ ব্যবহার করছে? এই ওয়েবসাইটে ঢুকলেই পেয়ে যাবেন উত্তর 

পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী 

ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !

চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪

সকালেই লাঞ্চের খাবার, ছড়াল বিষক্রিয়ার গুজবও, হাসপাতালে হুলস্থুল কাণ্ড

নারী দিবসে বড় পদক্ষেপ নিল রেল, এবার থেকে গুরুত্বপূর্ণ এই স্টেশন পরিচালনা করবেন মহিলারাই

কাঁথির রেল কোয়ার্টারের পুকুর থেকে ৪০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার, তদন্ত জারি পুলিশের

মুখে রং মেখে ঢোকা যাবে না সোনার দোকানে, বসন্ত উৎসব উপলক্ষে সিদ্ধান্ত প্রশাসনের

স্বয়ংক্রিয় রাইফেল হাতে ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে খুদে! একে একে ভোট দিচ্ছে ভোটাররা


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া